Wellcome to National Portal
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

অর্জন সমূহঃ

  • আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস ইউনিট চালুর জন্য ভৌত অবকাঠামো নির্মাণ সম্পূর্ন হয়েছে ।
  • প্রসূতি মাদের জন্য এএনসি ও প্রসবত্তোর মাদের সেবার জন্য পিএনসি সেবা জোরদারকরণ ।
  • জরুরী বিভাগ আপ গ্রেডেশন করা হয়েছে ।
  • একটি অক্সিজেন জেনারেটর প্লান্ট স্থাপন ।
  • নবজাতক ওয়ার্ডে একটি বেবি ওয়ার্মার, তিনটি ফটোথেরাপি মেশিন স্থাপন ।
  • চক্ষু সেবা চালু ও নিয়মিত চক্ষু  ছানি অপারেশন ।
  • সার্জারী এবং গাইনী অপারেশনের পাশাপাশি অর্থোসার্জারী ও নাক-কান-গলা অপারেশন নিয়মিত ভাবে চালুকরণ ।
  • জনস্বার্থে পাবলিক টয়লেট চালুকরণ।
  • হাসপাতালের এসি সমূহ মেরামতসহ চালুকরণ।
  • জেনারেটরের সাথে আলট্রাসাউন্ড, এক্স-রে, ল্যাব, ওটি এর সংযোগ করা হয়েছে।
  • ডেন্টাল সার্ভিস ওটি সহ পুরোদমে চালুকরন।
  • ওটি লাইট, বেড, অটোক্লেভ মেশিন মেরামত ও প্রতিস্থাপন।
  • অপারেশনের জন্য বিভিন্ন সরাঞ্জমাদি ক্রয় ।
  • নতুন এ্যানেসথেসিয়া ও ডায়াথার্মি মেশিন প্রতিস্থাপন।
  • চক্ষু ওটি চালু সহ অন্যান্য অপারেশন পূর্ণমাত্রায় চালুকরণ।
  • হাসপাতালের সামনে ২ টি লাইটিং সাইনবোর্ড ও ২ টি এলইডি সাইনবোর্ড সচল করা সহ ইনডোর আউটডোরে এলইডি বোর্ড স্থাপন।
  • সরকারের রাজস্ব জমা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
  • হাসপাতালের সার্বিক সেবার মান বৃদ্ধির জন্য ও এইচএসএস স্কোর এর অবস্থান ভাল হওয়ায় মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকর্তৃক পদক অর্জন।
  • ভর্তি রোগীদের জন্য এনআইডি বাধ্যতামূলক করার ব্যবস্থা।
  • মর্গে এসি  এবং নতুন ফ্রিজ প্রতিস্থাপন।
  • পরিস্কার পরিছন্নতা বজায় রাখার জন্য প্রত্যেক ওয়ার্ডে কালার কোটেড বিন স্থাপন।
  • ডোপ টেস্ট চালুকরণ।
  • কিছু আধুনিক পরিস্কার পরিছন্নতার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে আরো কিছু ক্রয়ের পরিকল্পনা রয়েছে।